আলমডাঙ্গায় ভাংড়ি ব্যবসায়ীর দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে চোর ইয়ামিন পাকড়াও
আলমডাঙ্গার পৌর এলাকার বন্ডবিলগেটে ভাংড়ি ব্যবসায়ীর দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এরশাদপুর গ্রামের ইয়ামিন। শনিবার গভীর রাতে টিনের চাল কেটে দোকানে ঢুকলে ধরা পড়ে ইয়ামিন। এসময় তাকে উত্তমমাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। দোকান মালিক সাহবুল কিছুদিন ধরে রাতে দোকান পাহারা দিচ্ছিলেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরে গত কয়েকমাস ধরে বাসাবাড়িতে, দোকানে চুরির ঘটনা ঘটছে। পাড়া মহল্লায় একের পর এক চুরিতে শহরবাসীও ক্ষুব্ধ। আলমডাঙ্গার বন্ডবিল গেটে ভাংড়ি ব্যবসায়ী গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহাবুলের দোকানে বেশ কিছুদিন আগে চুরির চেষ্টা করে চোরচক্র। এরপর থেকে শাহাবুল গোপনে তার দোকান পাহারা দিতে থাকেন।
শনিবার গভীর রাতে এরশাদপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন শাহাবুলের দোকানের চাল কেটে দোকানে ঢোকে। এসময় ওত পেতে থাকা শাহাবুল লোকজন নিয়ে ইয়ামিনকে আটক করে। আটকের পর উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। এবিষয়ে আলমডাঙ্গা থানায় শাহাবুল বাদি হয়ে মামলা দায়ের করেছেন।