৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাড়িতে গরু জবাই করে বাজারে বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১০, ২০২২
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় রাতে বাড়িতে গরু জবাই করে সকালে বাজারে বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর এ অভিযান পরিচালনা করেন।


আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মাংস ব্যবসায়ী কাজল আলী তার বাড়িতে গভীর রাতে একটি গরু জবাই করে সকালে বাজারে এনে মাংস বিক্রি করছিলেন। এ অভিযোগের উপজেলা নির্বাহী অফিসার রনি আল নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ২০১১“র ৩ ধারার ২৪(১) এর অধীনে মাংস ব্যবসায়ী কাজলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


মাংস ব্যবসায়ী কাজল আলী বলেন, তিনি আলমডাঙ্গা মাংস বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। তার বাড়িতে সব সময় কিছু গরু থাকে। বুধবার দিনগত রাত ৩টার দিকে একশ কেজি ওজনের একটি গরু ঘাস খাওয়ার সময় তা স্বাসনালীতে ঢুকে পড়ে। এতে গরুটি অসুস্থ হয়ে পড়ে। রাত গভীর হওয়ায় কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে ওই অসুস্থ গরু জবাইখানায় নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। তিনি প্রতিবেশীদের পরামর্শে গরুটি জবাই করেন। গরুটির মাংস সম্পূর্ণ হালাল বলেও তিনি দাবি করেন।


এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপসহকারি প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, এসআই ইউসুফ, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram