৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের অসহায় দিনমুজুর সয়ফল মুন্সির শেষ সম্বলটুকু অগ্নিকান্ডে ভস্মীভূত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৯, ২০২২
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের অসহায় দিনমুজুর সয়ফল মুন্সির শেষ সম্বলটুকু অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। ৯ নভেম্বর সন্ধ্যার পর বিদ্যুতের সর্টসার্কিটের আগুন থেকেমোটরসাইকেল, নগত টাকা, সোনার গহনা ও বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে সয়ফলে প্রায় ৩/৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা করছেন।


জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত হায়দার মুন্সির ছেলে সয়ফল মুন্সি। সয়ফল মুন্সি গ্রামের এক ব্যক্তির মুরগির খামারে কাজ করে সংসার চালায়। সংসার জীবনে তার দুই মেয়ের ও ১ ছেলে রয়েছে। সে টিনের বেড়া দিয়ে দুইটি রুম বিশিষ্ঠ একটি ঘর নির্মান করে বসত করে আসছিল। ৯ নভেম্বর রাত ৮ টার দিকে বিদ্যুতের সর্টসার্টিকের আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। এসময় সয়ফল বাড়িতে ছিলেন না। বসত ঘর পুড়তে দেখে প্রতিবেশিরা ছুটে আসে আগুন নিভানোর জন্য। পরিবারের লোকজন ও প্রতিবেশিদের চোখের সামনেই বমতঘর, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভ‚ত হয়ে যায়।


স্থানীয়রা জানায় রাত আনুমানিক ৮টার সময় প্রতিবেশীদের চিৎকারে গ্রামে অগ্নিকান্ডের সংবাদ ছড়িয়ে পড়লে শত শত মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসির সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতবাড়ি, মটর সাইকেল, ঘরের আসবাবপত্র ও মালামাল পড়ে ছাই হয়ে যায়। ঘরে তার নগদ ১০হাজার, মটর সাইকেল, আসবাবপত্র স্বর্নের গহনা কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram