আমেরিকার বিশ্ববখ্যাত ওষুধ কোম্পানীর বিজ্ঞানির পিতা বাদেমাজুর আয়ুব আলীর মৃত্যু
বিশ্বের বৃহত্তম আমেরিকান ওষুধ কোম্পানীর বিজ্ঞানি মাসুদ পারভেজের আব্বা আলমডাঙ্গার বাদেমাজুর আয়ুব আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ---রাজিউন)। তিনি পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ও উপজেলা আওওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের বড় ভাই।
গত রবিবার ৬ নভেম্বর রাত ১০ টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন। সে সময় আলমডাঙ্গায় ক্লিনিকে নিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ভাই+বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদেমাজু গ্রামের মৃত মোহাম্মদ আলীর ৮ সন্তানের মধ্যে আইয়ুব আলী ছিলেন প্রথম সন্তান। তিনি এলাকায় সরলসোজা ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
গতকাল ৭ নভেম্বর সকাল ১০ টায় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বের ৭তম বৃহত্তম আমেরিকান ওষুধ কোম্পানী ধননারব – তে ঊর্ধ্বতন বিজ্ঞানি হিসেবে যোগ দিলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান আমেরিকা প্রবাসী ড. মো: মাসুদ পারভেজ। সারা বিশ্বে নতুন ওষুধের ডিসপোজিশন ও মেটাবলিজম নিয়ে গবেষণারত বাংলাদেশী বিজ্ঞানীর মধ্যে ড. মাসুদই প্রথম কোনো বিশ্বখ্যাত ওষুধ কম্পানির ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে দেশের
সুখ্যাতি বাড়িয়েছে।
এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।
অনুরূপ সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গার সাংবাদিকসহ সুধীসমাজ।