আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সমিতির অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক ফিরোজ ইফতেখার, আল আরাফা প্রাইভেট হাসপাতালের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ হুসাইন টিপু।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, মোল্লা রাকিবুল ইসলাম তুহিন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত¡াধিকারী শাহাবুল ইসলাম, প্রকৌশলী মোল্লা জাফর ইকবাল জুয়েল, রুবেল হোসেন। ইতোপূর্বে দুপুরে সমিতির কর্মচারী ও কর্মকর্তাদের পুরষ্কারে সন্মানিত করা হয়।