আলমডাঙ্গায় কিশোর গ্যাংদের "পার্লামেন্টে তিন কিশোর মাথা ফাটালো এক কিশোরের
আলমডাঙ্গার 'পার্লামেন্ট' নামে পরিচিত চা দোকানে কিশোরদের মারামারিতে মামুন নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর আহত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে ওই "পার্লামেন্টে" অন্তর্দ্ব›েদ্ব জড়িয়ে মামুন নামের এক কিশোরকে মাথা ফাটিয়ে দেয় প্রতিদ্ব›দ্বী অপর তিন কিশোর। আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত ইছা'র (সিদ্দীকের) পান-বিড়ির দোকানের পেছনের খোলা জায়গাটিকে উঠতি বয়সি কিশোররা "পার্লামেন্ট" নামে নামকরণ করেছে।
আহত মামুন পৌরসভার গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিব ছাত্র।
আহত মামুন জানায়, সে বিকেলে তিন বন্ধু মিলে কলেজপাড়ার "এবি" নামের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় জামজামি গ্রামের পরশ, নওদা বন্ডবিলের টগর ও রাধিকাগঞ্জের রাকিব মোবাইলফোনে মামুনকে পার্লামেন্টে ডেকে নেয়। মামুন সেখানে উপস্থিত হলে তাকে হঠাৎ মারতে থাকে ওই তিন কিশোর। মাথায় আঘাত করেই তিন কিশোর দৌড়ে পালিয়ে যায়। এতে মামুনের মাথা ফেটে যায়। মামুনকে নেওয়া হয় হারদী হাসপাতালে। তার মাথায় পাঁচটা সেলাই দিতে হয়েছে। রাতে তিন কিশোরের নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা শহরের চা দোকানগুলোতে স্কুল পড়ুয়া ছাত্রদের অবাধে আড্ডা দেয়ার ঘটনা নতুন করে সামনে এসেছে। উঠতি বয়সি কিশোরদের চা দোকানে বসে বসে আড্ডার দৃশ্য দেখে বয়োজোষ্ঠরা আগে থেকেই বিরক্ত ছিলেন। তাছাড়া, চা দোকানকে কিশোরদের দেয়া 'পার্লামেন্ট' না