আলমডাঙ্গায় দিনভর ব্যস্ত সময় কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান
আলমডাঙ্গায় দিনভর ব্যস্ত সময় কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। ৩০ অক্টোবর রবিবার তিনি আলমডাঙ্গা থানা, পৌরসভা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। সে সময় তিনি সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন। সকাল ১০ টায় তিনি আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়। তিনি দাপ্তরিক কাজ পরিদর্শনের পাশাপাশি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথেও কথা বলেন। ঘরে বসেই অনলাইনে থানায় জিডির আবেদন করা যায় বলে উল্লেখ করেন। তিনি পুলিশ কর্মকর্তাদের কিছু নির্দেশনা দেন।
আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইনসহ সকল অফিসার ফোর্স।
পরে তিনি আলমডাঙ্গা পৌরসভার অফিস পরিদর্শন করেন। পৌরসভা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম, প্যানেল মেয়র-১ খন্দকার মজিবুল ইসলাম, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আলাল উদ্দিন, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, বাপ্পি, আশরাফুল হোসেন বাবু, মুন্সি সাইফুল ইসলামসহ পৌর সভার সকল স্টাফ।
এরপর তিনি আলমডাঙ্গা পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। পৌর ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম, পৌর ভূমি সহকারি মিনারুল ইসলামসহ পৌর ভূমি অফিসের সকল কর্মচারী বৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান পৌর ভূমি অফিস চত্তরে বৃক্ষ রোপন করেন। এ সময় সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন। অনলাইনে ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ সম্পর্কে অবগত করেন। ভূমি উন্নয়ন কর সেবা সংক্রান্ত হ্যান্ড লিফলেট সেবা গ্রহিতাদের মাঝে বিতরণ করেন।