দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
চুয়াডাঙ্গা প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর পর সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক।
এছাড়া চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদের।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন এমপি, অ্যাডভোকেট গেøারিয়া সরকার ঝর্ণা এমপি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।। জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঁতুল শেখ কলেজে শুরু হওয়া সম্মেলনে কয়েক দফা ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জানা যায়, সম্মেলনের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর শুরু হয় সম্মেলনের কার্যক্রম।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। এর আগে ২০০৪ সালের ২৫ ফেব্রæয়ারি চুয়াডাঙ্গা পৌর এবং ওই বছরের ১৫ ফেব্রæয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ বছর এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের কোনো সম্মেলন হয়নি এতদিন।