আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলমডাঙ্গা বাজারে বিভিন্ন ব্যবসায়ী কর্তৃক ভোক্তাদের প্রতারিত হয় এমন নানা বিষয় আলোচনায় উঠে আসে। আলোচনায় বক্তরা বলেন, আলমডাঙ্গা মাংস বাজারে খাসি ছাগলের পরিবর্তে কসাইদের বিরুদ্ধে ধাড়ি ছাগলের মাংস বিক্রির অভিযোগ আছে। ওজনে কম দেওয়ার অভিযোগও আছে। শহরের গোখাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে নিজেরা গোডাউনে ধানের গুড়ো মিশিয়ে প্যাকেটজাত করে বিক্রয়ের অভিযোগ আছে। এছাড়াও বাজারে ডিজিটাল দাড়িপাল্লায় কম দেওয়া বিষয়েও আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, পৌর সভার প্যানেল মেয়র-১ খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তা হাসানুজ্জামান খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি ডা. আকবার আলী আকু, পল্লি সঞ্চয় উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেফালী বেগম, তথ্য অফিসার ¯িœগ্ধা দাস, পরিসংখ্যা তদন্তকারী মফিজুল ইসলাম, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা বাদশা আলম, বণিক সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান হিরা, সদস্য জয়নাল আবেদীন, বেকারি মালিক সমিতির ওয়াজেদ আলী, মুদি ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ঠ ব্যবসায়ী আশরাফুল ইসলাম পিন্টু, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার কাজী ওমর ফারুক প্রমুখ।