আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি রেব হয়ে আলমডাঙ্গা সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষক অফিসার ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা।
বিশেষ অতিথি ছিলেন হারদী এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রহিম, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, কাবিলনগর নছরুল উলুম আলিম মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাঁচলিয়া জামান উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব হোসেন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, কুমারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মডেল স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম । আলোচনা সভায় উপস্থাপনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।