আলমডাঙ্গার সনাতন ধর্মের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ
প্রতিনিধি :
আসাদুজ্জামান স্বপন
আপডেট :
অক্টোবর ২০, ২০২২
177
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় সনাতন ধর্মের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মেয়েটির পূর্ব নাম ছিল “সুপ্রীতি দত্ত তমা” বর্তমান নাম “ত্বহিরা তাসনিম আয়াত”। আয়াত তার ফেসবুক একাউন্টের আইডিতে হলফনামা (রেজিষ্টারের) ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ করে লেখেন ”আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয় ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন আমার জন্য দোয়া করবেন❤️❤️❤️❤️❤️”।