আলমডাঙ্গা আঞ্চলিক মোটরমালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রবিউল হকে স্মরণসভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা আঞ্চলিক মোটরমালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আলহাজ¦ রবিউল হক লস্কারের স্মরণসভা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়েছে। ১৫ অক্টোবর আঞ্চলিক মোটরমালিক সমিতির অফিসে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় আঞ্চলিক মোটরমালিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আঞ্চলিক মোটরমালিক সমিতির সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সেকেন্দার আলী, মরহুম আলহাজ¦ রবিউল হক লস্কারের ছেলে আঞ্চলিক মোটরমালিক সমিতির ক্যাশিয়ার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা বাস, ট্রাক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, ট্রাক মালিক রিজু, ইছাহক, বাবু, উজ্জ্বল, ইয়াকুব আলী, মনা, শামসুল, লিটন, উজ্জ্বল, শামীম, শ্রমিক ইউনিয়নের সদস্য কিপাইতুল্লাহসহ বাস ট্রাকের ড্রাইভারবৃন্দ।
পরে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন নওদা বন্ডবিল জামে মসজিদের খতিম হাফেজ মাওলানা মুক্তার আলী। মরহুম রবিউল হক লস্কার আলমডাঙ্গা আঞ্চলিক মোটরমালিক সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন এ পদের দায়িত্ব পালন করেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। তিনি গত ১১ অক্টোবর বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।