নেতৃবৃন্দকে সাথে নিয়ে আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণা চালালেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি মঞ্জু
স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণা চালালেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গার বিভিন্ন এলাকার ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করেন।
এ নির্বাচনী প্রচারণার সময় অন্যান্যের মধ্যে সাথে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আক্তার হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন প্রমুখ।
প্রচারণাকালে কেন ভোটাররা তাকেই ভোট দেবেন? -- সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, "জেলা পরিষদ নামে জনকল্যাণমূলক কোন প্রতিষ্ঠান যে আছে, সেটা সাধারণ মানুষ অবগত হতে পেরেছেন আমার মাধ্যমে। আমি যখন জেলা পরিষদের প্রশাসক ছিলাম সে সময় জেলায় সুষম উন্নয়নে ভূমিকা রেখেছিলাম। জেলা পরিষদকে জনগণের কাছে কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করিয়েছি।
তাছাড়া, ৫২ বছর রাজনীতি করছি। মানুষের জন্যই রাজনীতি করেছি। তার ইতিবাচক সাড়াও পাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।" চেয়ারম্যান প্রার্থি মাহফুজুর রহমান মঞ্জুকে ভদ্র ও মার্জিত ব্যক্তি হিসেবে মন্তব্য করেন প্রচারণাকালে উপস্থিত অনেক ব্যক্তি।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা পরিষদ, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২১১টি । প্রার্থিদের সকলেই কমবেশি ভোটারদের সাথে যোগাযোগ রেখেছেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কেউ কেউ কোর কোন প্রার্থীর পক্ষে দৌড়ঝাপ শুরু করেছেন। তারা কোন কোন সদস্য প্রার্থীকে নিজেদের কব্জায় রেখে নির্বাচনী মাঠে নেমেছেন বলে গুঞ্জন চলছে । তবে এক্ষেত্রে সুচতুর ইউপি সদস্যরা প্রকাশ্যে তাদের নিজ নিজ পরিষদের চেয়ারম্যানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ভোট প্রয়োগে ব্যক্তিগত পছন্দ বা লাভকেই প্রাধান্য দিচ্ছেন বলে একাধিক সদস্য জানিয়েছেন। তারা বলছেন, চেয়ারম্যানরা যা বলবেন তাই মানতে হবে এমন কোন কথা নেই। যার যাকে পছন্দ তিনি তাকে ভোট দিবেন। এছাড়া কোন কোন চেয়ারম্যানের সাথে তার পরিষদের বেশীরভাগ সদস্যের নানা কারণে দ্বন্দ্ব রয়েছে। তারা জেলা পরিষদ নির্বাচনে এই দ্বন্দ্বে জেরে চেয়ারম্যানের প্রার্থীকে বাদ দিয়ে নিজের পছন্দের সদস্য প্রার্থীকে বেছে নিবেন বলেও জানান।