আলমডাঙ্গায় দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষার্থীদের শেখানো হল দুর্যোগ মোকাবেলার নানা কৌশল
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে শিক্ষার্থীদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আগুন নেভানোর কৌশল শেখানো হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে এ কৌশল শেখানো হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) "দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা " এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামমি রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার আজিজুল হাকীম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, সময়বায় কর্মকর্তা মমতা বানুু, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।
আলোচনাসভা শেষ আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে শিক্ষার্থীদের প্রাকৃতিক দূর্যোগ, ভুমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলার কৌশল শেখানো হয়। দুর্যোগ মোকাবেলা কৌশল প্রদর্শনীর সময় স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।