আলমডাঙ্গা পৌরসভার রথতলা ও কালিদাসপুর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা পৌরসভার রথতলা ও কালিদাসপুর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৪ অক্টোবর মঙ্গলবার বিকালে তিনি দলীয় কার্যালয় থেকে প্রথমে কালিদাসপুর ও পরে পৌর সভার রথতলা দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভবে মুক্তিযুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, ওদের আত্মসমর্পণে বাধ্য করেছিলাম ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো। নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে এই এলাকার সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করেন।
পূজা মন্ডপ পরির্দশন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা পরিষদের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, আশিকুজ্জামান অল্টু, মাহমুদুল হাসান চঞ্চল,
কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বাড়াদি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, আওয়ামীলীগ নেতা সম্রাট, মাহবুব, শমসের, আইয়ুব মেম্বার, যুবলীগ নেতা সৈকত খান, পাপন, আসাদুজ্জামান টুটুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা টিটন, শিহাব, টুটুল, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু শুশিল কুমার ভৌতিকা, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক পলাশ হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহা, বিদ্যুত সাহা, উজ্জল কুমার বিশ্বাশ, নির্মল গোসাই, দেবেন্দ্রনাথ দত্ত, দীপ্তি বাবু প্রমুখ।