চুয়াডাঙ্গায় পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে চুড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর ৩৯ তম ব্যাচের জন্য সুপারিশপ্রাপ্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব, আব্দুল্লাহ্ আল মামুন। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আলমগীর কবির, অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা), চুয়াডাঙ্গা, জনাব জুলহাস মাহমুদ, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গাসহ চুড়ান্তভাবে সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীগণ।
চুয়াডাঙ্গা জেলা হতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর ক্টর ৩৯ তম ব্যাচের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১২ জন। আলমডাঙ্গা হতে ৪ জন, চুয়াডাঙ্গা সদর থানা হতে ২ জন, দামুড়হুদা থানা হতে ৩ জন, জীবননগর থানা হতে ১ জন, দর্শনা থানা হতে ২ জন। সুপারিশপ্রাপ্তদের সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। গোলামসরোয়ার রিয়ান (খুলনা বিশ্ববিদ্যালয়), থানা- দামুড়হুদা, দেলোয়ার হোসেন (বুটেক্স), থানা- আলমডাঙ্গা, ফাহিম পারভেজ রেভিজ (এমবিএসটিইউ), থানা- জীবননগর, আরমান হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), থানা-আলমডাঙ্গা, আব্দুল মালেক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), থানা- দামুড়হুদা, শাহিন আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), থানা- চুয়াডাঙ্গা সদর, আবুল বাশার (ইবি), থানা- চুয়াডাঙ্গা সদর, আব্দুল আল-নুর-আলম (ইস্টার্ন ইউনিভারসিটি), থানা- আলমডাঙ্গা, সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থানা- দর্শনা, শামিম রেজা (খুলনা বিশ্ববিদ্যালয়), থানা- চুয়াডাঙ্গা সদর, সাজ্জাদ হোসেন সাজু (জাতীয় বিশ্ববিদ্যালয়), থানা- আলমডাঙ্গা ও তরক কুমার (ঢাকা বিশ্ববিদ্যালয়) থানা- দামুড়হুদা।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এ উত্তীর্ণ, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (Fit) এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে চুয়াডাঙ্গা জেলা হতে মোট ১২(বারো) জন প্রার্থী চুড়ান্তভাবে উত্তীর্ণ হন। উক্ত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ০১(এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত হন। পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অদ্য ০৩.১০.২০২২ খ্রিঃ বেলা ১২:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা হতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।