আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা অনুষ্ঠিত
“খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় খেলতে চল” এ প্রতিপাদ্যাকে সামনে রেখে আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রবিবার বিকাল ৩টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের ২দিনে খেলায় পোড়াদহ ওয়ানডার্স ১-০ গোলে কোটচাঁদপুর সাহসসেবা সংস্থাকে জয়লাভ করেছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ফুটবল প্রেমি দর্শকদের ভিড় দেখা গেছে। দুই টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হাফ টাইমের পরে খেলা পোড়াদহ ওয়ানডার্স একটি গোল দিয়ে কোটচাঁদপুর সাহসসেবা সংস্থাকে হারিয়ে জয় ছিনিয়ে নেন।
২য়দিনের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন নিয়িমিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। কাজে মনোযোগ তৈরি হয়। আমরা যত বেশি করে এসব খেলাধুলার আয়োজন করতে পারব, আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র এবং যুব সমাজ মাদক মুক্ত থাকবে। সুস্থ এবং সুন্দর জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতেিত্ব উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্প্াদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাতক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ ই জুলফিকার টুটুল, প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন। খেলা পরিচালনা করেন রাজু আহমেদ, সোহাগ, জুয়েল রানা।