আলমডাঙ্গয় বর্গাচাষির সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২, ২০২২
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় এক কৃষকের জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মঞ্জিল মালিথা।
তিনি উপজেলার ফরিদপুর গ্রামের জহির উদ্দীন মালিথার ছেলে। পৈত্রিকসূত্রে চাষযোগ্য কোন জমি নেই তার। ফলে বর্গা নিয়েছেন অন্যের ১০ কাঠা জমি। সেখানে লাউ সবজি চাষ করেছেন। কৃষকের যত্নে সেই ক্ষেতে ধরেছিল শতাধিক লাউ।
শনিবার দিনগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শত্রুতা করে প্রায় অর্ধেক গাছ কেটে দিয়েছে।
প্রায় ১ মাস হলো ক্ষেতে লাউ ধরতে শুরু করেছে। ২ অক্টোবর রবিবার সকালে লাউ বিক্রয়ের জন্য উঠাতে গেলে কৃষক দেখতে পান যে তার ক্ষেতের অর্ধেক গাছ কাটা। পরে দুপুরে তিনি আলমডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।