আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন
আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে কুলপালা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উজ্জ্বল অবদান, চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা বহুমুখী সড়ক সেতুর বাস্তবায়ন, অতিমারি কোভিড-১৯-এর দুর্ভোগ মোকাবিলায় স্মরণীয় সাফল্যে ও দেশের শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন সূচিত করেছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে চুয়াডাঙ্গায় জেলার এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাত দিয়ে যত উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জমির উদ্দিন, যুগ্ম সম্পাদক খাইরুল বাশার, আশরাফুল হক, তথ্য ও গবেষনা সম্পাদক সোহেল শাহ, আওয়ামীলীগ নেতা শমসের মন্ডল, ইকরামুল কবির, রাজন আলী, আব্দুল মালেক, আশুতোষ, সাদ্দাম হোসেন, আবুল হোসেন, সাগর, আব্দুল্লাহ, জাহিদ হাসান, খাইবার আলী, মহাসিন আলী, রকিবুল, রবিউল হক রবি, আব্দুল হান্নান, শাহাদত, আবুল কাসেম, মসলেম মন্ডল, মজিবর রহম আহসান আলী আব্দুল জব্বার প্রমুখ।