আলমডাঙ্গায় আল ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলিফ উদ্দিন মোড়ে ইমরান হত্যার আসামীদের দ্রæত গ্রেফতার ও বিচার বাস্তবায়নের দাবীতে সংগ্রাম কমিটির মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোবিন্দপুর গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।
গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার সময় দিন দুপুরে আল ইমরানকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ইমরানের পিতা বাদী হয়ে কাউন্সিলর বাবুসহ ৬ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই উপজেলার দুর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মামলার প্রধান আসামি মাসুদ রানাকে কুষ্টিয়ার একটি ছাত্রাবাস থেকে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। মাসুদ রানা নিজেকে হত্যাকান্ডে সম্পৃক্ত করে আদালতে জবানবন্দিও দিয়েছে। ইমরান হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার বাস্তবায়নে সংগ্রাম কমিটি গঠন করে গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা শহরে গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে হাজারো নারী-পুরুষ ও শিশু কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এরপর কমিটির সদস্যরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের নিকট স্মারক লিপি প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার পূর্ব কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। এসময় বক্তরা বলেন, গোন্দিপুর গ্রামের সন্তান আল ইমরানকে প্রকাশ্যে দিবালোকে নৃশংস হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত আইনে বিচারের দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমরান হত্যার আসামীদের দ্রæত গ্রেফতার ও বিচার বাস্তবায়নের দাবীতে সংগ্রাম কমিটি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপদেষ্টা মীর মনিরুজ্জামান মঞ্জু মাস্টার, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাঈল হোসেন, যুগ্ম আহবায়ক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, মিরাজুল ইসলাম। আল ইমরানের বড় ভাই বেল্টু, সংগ্রাম কমিটির সদস্য আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, কাউন্সিলর ডালিম হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সিরাজুল ইসলাম, রেজাউল হক তবা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহীন, সাদেকুর রহমান পলাশ, আব্দুর রশিদ, শামিম, লাকচু, ঝন্টু, মনিরুজ্জামান হিটু, তরিকুল ইসলাম টুকুল, আতিয়ার রহমান, সেলিম হোসেন প্রমুখ।