আলমডাঙ্গায় বিষপানে আত্মহত্যা করেছে মধুপুর গ্রামের নামের এক গৃহবধু হীরামণি
আলমডাঙ্গার মধুপুরে হীরামণি (২০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষপান করলে হরিনাকুন্ডু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গত ৮ মাস আগে উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের দানাহারের প্রতিবন্ধি ছেলে রাসেলের সাথে খাসকররা গ্রামের হীরামণির বিয়ে হয়। বিয়ের ৮ মাস পর হীরামণি মধুপুরে স্বামীর ঘরে গতকাল দুপুরে বিষপান করেন।
হীরামণির বড় বোন তারামণি বলেন, তার বোনের স্বামী-শ্বশুর-শ্বাশুড়ি সবাই ভাল। তারপরও কেন সে আত্মহত্যা করলো এ বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না। হীরামণির আত্মহত্যার কারন প্রতিবেশীরাও ধারনা করতে পারছেন না।
স্থানীয়রা জানান, রাসেল একজন দরিদ্র পরিবারের প্রতিবন্ধি ছেলে। সে পাখিভ্যান চালিয়ে সংসারের ব্যয়ভার বহন করেন। মঙ্গলবার হঠাৎ হীরামণির বিষপানে আত্মহত্যার খবর পান প্রতিবেশীরা।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মধুপুর গ্রামে হীরামণি নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।