আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের অতি পরিচিত মুখ হাফিজুর রহমান আর নেই
আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের অতি পরিচিত মুখ হাফিজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি---রাজেউন)। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
হাফিজুর রহমান গোবিন্দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ দুই বছর ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সোমবার বিকেলে ঢাকার ওই হাসপাতালে তিনি মারা যান।
হাফিজুর রহমান তার বাবার চাকরীর সুবাদে কলেজ জীবন পার করেন গাজিপুরের ভাওয়াল কলেজে। তিনি ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়ে ছাত্র নেতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
ক'বছর আগে হাফিজুর রহমান স্বপরিবারে গ্রামের বাড়ি গোবিন্দপুরে চলে আসেন। খুব ছিমছাম ও ব্যক্তিত্বের অধিকারি হাফিজুর রহমানের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী-সন্তান ও বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি। আজ সকালে গোবিন্দপুর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।