ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২২
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ আলী (৮) নামের এক মাদ্রাসা ছাত্র মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের সাদেক আলীর ছেলে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর দারুল উলুম কওমী মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় আসছিল মোহাম্মদ আলী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক ধাক্কা দেয় তাকে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাতে।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, ইজিবাইকের চাপায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।