আলমডাঙ্গায় দূর্বৃত্তদের হাতে নিহত আল ইমরান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
আলমডাঙ্গায় দূর্বৃত্তদের হাতে নিহত পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও গোবিন্দপুর গ্রামের সন্তান আল ইমরান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোবিন্দপুর গ্রামবাসী। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। শুক্রবার বিকেলে গ্রাম থেকে বের হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মঞ্চে সমাবেশ করে। ৭দিন পার হলেও বাকি আসামীরা গ্রেফতার না হওয়ায় বিক্ষুদ্ধ হয় এলাকাবাসি। সমাবেশে বক্তারা আল ইমরান হত্যায় জড়িত সকল আসামীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় হরতালসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।
আলমডাঙ্গা পৌর এলাকাধীন গোবিন্দপুর গ্রামের আবদুল জলিল ওরফে জুড়োনের ছেলে আল ইমরান (২৫) ছিলেন আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। গত ১৬ সেপ্টেম্বর দিনদুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ইমরানের পিতা বাদী হয়ে কাউন্সিলর বাবুসহ ৬ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই উপজেলার দুর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মামলার প্রধান আসামি মাসুদ রানাকে কুষ্টিয়ার একটি ছাত্রাবাস থেকে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। মাসুদ রানা নিজেকে হত্যাকান্ডে সম্পৃক্ত করে আদালতে জবানবন্দিও দিয়েছে। শুক্রবার বেলা ৫টার দিকে উপজেলা শহরে গ্রামবাসীর উদ্যোগে হাজারো নারী-পুরুষ ও শিশু কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা ইমরান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে গত ২১ সেপ্টেম্বর ইমরান হত্যার আসামিদের দ্রæত গ্রেফতার ও বিচার বাস্তবায়নে সংগ্রাম কমিটি গঠন করা হয়।
সমাবেশ থেকেই সংগ্রাম কমিটির পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নিকট স্মারকলিপি পেশ। ২৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ এবং ২৯ সেপ্টেম্বর আলমডাঙ্গা উপজেলা শহরে মানববন্ধন ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি।
ইমরান হত্যার আসামীদের দ্রুত ও বিচার বাস্তবায়নের দাবীতে সংগ্রাম কমিরি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপদেষ্টা মীর মনিরুজ্জামান মঞ্জু মাস্টার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাঈল হোসেন, যুগ্ম আহবায়ক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, মিরাজুল ইসলাম। সংগ্রাম কমিটির সদস্য সিরাজুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির সদস্য মীর শফিকুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিউল হক মিল্টন, কাউন্সিলর ডালিম হোসেন, বাপ্পি, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবু ডালিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, জাহিদুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আনিচুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহীন, আসাবুল হক মন্টু, রেজাউল হক তবা তবা, আব্দুর রশিদ, শামিম, মনিরুজ্জামান হিটু ও সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, খাইরুল ইসলাম নাসিম, আতিয়ার রহমান, সেলিম হোসেনসহ গোবিন্দপুর গ্রামের কয়েক হাজার সাধারন নারী পুরুষ।