১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধংস

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২১, ২০২২
69
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা পৌর পশুহাটে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে । পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর পশুহাটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বৃহত্তর পশুহাটে প্রতি বুধবার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা অবৈধ কারেন্ট জাল বিক্রয় করা জন্য নিয়ে আসে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশুহাটের জাল হাটে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮০ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেই অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের এটিম মাঠে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ কারেন্ট জালগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আত্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, আলমডাঙ্গা থানার এসআই সমীর চন্দ্র দাসসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।


এসময় মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি বলেন, মৎস্য সংরক্ষ আইন ১৯৫০ অনুযায়ী আলমডাঙ্গা পৌর পশুহাটের জাল হাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টেরপেয়ে ব্যবসায়ীরা তাদের জাল ফেলে পালিয়ে যায়। পরে অবৈধ জালগুলো উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়। এই জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram