দুবাই থেকে পাঠানো টাকা বিকাশ একাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়ার ১৫ দির পর উদ্ধার করলো থানা পুলিশ
আলমডাঙ্গায় ছেলে স্কুলের উপবৃত্তির টাকা এসেছে মিথ্যা তথ্য দিয়ে প্রতারনা করে বিকাশ একাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে দিলেন আলমডাঙ্গা থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর আলমডাঙ্গা পুরাতন বাস স্টান্ডের দুবাই প্রবাসীর পাঠানো ৩১ হাজার টাকা তার স্ত্রীর বিকাশ একাউন্ট হ্যাক করে তুলে নেয় প্রতারক চক্র।
জানাগছে, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাস স্টান্ডের আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পরিবারের খরচের জন্য দুবাই থেকে স্ত্রীর বিকাশ একাউন্টে গত ৬ সেপ্টেম্বর ৩১ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর কিছুক্ষন পর একটি নাম্বার থেকে কল দিয়ে বলে আপনার ছেলের স্কুলের উপবৃত্তির টাকা দেওয়া হবে। আপনার নাম্বারে একটি কোড যাবে সেটা আমাদের দেন।
পরে প্রবাসীর স্ত্রী কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথে তার একাউন্ট হ্যাক করে ৩১ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেন। পরদিন ৭ সেপ্টেম্বর প্রবাসীর স্ত্রী আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেন। ওই সাধারন ডায়রীটা আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম থানার এসআই সমীর চন্দ্র দাসের নামে দিয়ে তদন্ত পূর্বক টাকা উদ্ধার করার নির্দেশ প্রদান করেন। এসআই সমীর চন্দ্র দাস তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন পর ফরিদপুর ভাঙ্গা এলাকা থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করে প্রবাসীর স্ত্রীকে ফেরত দেন।