১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আল ইমরান কুপিয়ে হত্যা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৬, ২০২২
185
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আল ইমরান কে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। ১৬ সে‌প্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে দুই দূর্বত্ত রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে । রক্তাক্ত জখম ইমরানকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জানা‌গে‌ছে, আল ইমরান (২৫) পৌরসভার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছোট ছেলে।


নিহত ইমরানের পিতা আব্দুল জলিল জানান, চার মাস আগে পৌর এলাকার নওদাবন্ড‌বিল গ্রা‌মের সা‌কিব ও ওই গ্রা‌মের ভা‌গ্নে দুর্লবপুর গ্রা‌মের মাসুদসহ ক‌য়েক জ‌নের সা‌থে ইমরানের দ্বন্দ্ব দেখা দিলে থানায় বসে তা সমঝোতা হয়। কিন্ত আজ একা পেয়ে তারাই কুপিয়ে ইমরানকে হত্যা করেছে।


প্রত্যক্ষদর্শী আহাদ আলী জানান, তিনি ও ইমরান সকাল ১১টার দিকে গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফখরুল ইসলা‌মের বা‌ড়ির সাম‌নের পুকু‌রে মাছ ধরার জন্য ব‌সে ছিল। পূর্বে শত্রুতার জেরধ‌রে মাসুদ ও সাকিব নামের দু'যুবক রাম দা দিয়ে অতর্কিত হামলা চালায়। সাথে থাকা আহাদ আলী দৌড়ে পালিয়ে গেলেও কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। হামলাকা‌রী দুজন উপ‌জেলার কুমা‌রি ইউ‌নিয়‌নের দুর্লভপুর গ্রা‌মের বিল্লাল হো‌সে‌নের ছে‌লে মাসুদ ও পৌর এলাকার নওদাবন্ড‌বিল গ্রা‌মের ম‌জিবার রহমা‌নের ছে‌লে সা‌কিব।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় ইমরান দৌ‌ড়ে পুকু‌রের ম‌ধ্যে প‌ড়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ইমরান‌কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আলমডাঙ্গা থানার পু‌লিশ প‌রিদর্শক সাইফুল ইসলাম হত্যার ঘটনা নি‌শ্চিত ক‌রে বলেন, দূর্বৃত্তদের ধরতে ইতোমধ্যেই পুলিশের কয়েকটি টিম কাজ করছে। অল্প সময়েই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram