জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড আলমডাঙ্গার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মজনু রহমান
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড আলমডাঙ্গা উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলমডাঙ্গার মজনু রহমান। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে তিনি বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদের নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন। আগামী ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আলমডাঙ্গা উপজেলা পরিষদের ৩টি ভোটসহ পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদে মোট ২১১টি ভোটার আছে।
এসময় উপস্থিত কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সি এমদাদুল হক, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বেল্টু, শামিম, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আবু সাইম রিপন, সাদ্দাম, হানিফ, প্রমুখ।
মজনু রহমান জান্টু ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের হেলাল উদ্দিনের মেজো ছেলে। তিনি আলমডাঙ্গা শহরের কাপড় পট্টির একজন বিশিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ী।