১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও বধ্যভূমি পরিদর্শন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১১, ২০২২
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা আওয়ামীলীগ নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও বধ্যভূমি পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১১ আগস্ট সকাল সাড়ে ১০ টায় বধ্যভূমি বধ্যভ‚মি সেডে নেতাকর্মিদের সাথে মতবিনিময় শেষে বধ্যভূমি পার্কের উন্নয়ন কাজ নেতাকর্মিদের সাথে নিয়ে ঘুরে ফিরে দেখেন।

এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য এ বধ্যভূমি। এখানে আসলেই ভয়াল সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। ট্রেন থামিয়ে সাধারন মানুষ নামিয়ে কি নির্মমভাবে তাদের এখানে হত্যা করা হয়েছিল। আজ এতো বছর পরও তা ভুলে যাওয়া যায় না। এমপি ছেলুন জোয়ার্দ্দার দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, সকল কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। তাহলেই দেশের প্রতি মানুষের প্রতি দরদ আসবে। মানুষের কল্যানে কাজ করা যাবে।


মতবিনিময় ও পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা খোশদেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক সাহাবুল হক, সাবেক ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা সৈকত খান, টুটুল কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা টিটন, রিপন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram