দুরারোগ্য ক্যান্সারে ইতালির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাঁটাভাঙ্গার যুবক জামিরুল ইসলাম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১১, ২০২২
77
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
দুরারোগ্য ক্যান্সারে ইতালির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলমডাঙ্গার কাঁটাভাংগা গ্রামের যুবক জামিরুল ইসলাম। গত শুক্রবার রাত ১২ টা ২৭ মিনিটে ( বাংলাদেশ সময়) তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রায় দেড় বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জামিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কাঁটাভাঙ্গা গ্রামের হাজী আব্দুল মান্নানের ১০ সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি ১০/১২ বছর পূর্বে ইতালি গিয়েছিলেন। তার ১০ বছরের একটা ছেলে রয়েছে। আগামী বুধবার পর্যন্ত লাশ দেশে আসতে পারে বলে পারিবারিকসূত্র জানিয়েছে।
তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে শোকের মাতম উঠে। স্ত্রী-সন্তান, বাবা, ভাইবোনসহ নিকট আত্মীয়দের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে।