আলমডাঙ্গারর গোপালদিয়াড় ও শেখপাড়া গ্রাম থেকে একই রাতে কৃষকের ৪ টি গরু চুরি
আলমডাঙ্গার গোপালদিয়াড় ও শেখপাড়া গ্রাম থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় কৃষকরা গরু চুরি আতঙ্কে ভুগছে।
জানা গেছে,আলমডাঙ্গার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আব্দুল হান্নান রাতে গরু গোয়ালে রেখে ঘুমিয়ে যান। ভোর রাতে উঠে দেখেন তার দুটি গরু গোয়ালে নেই। চোর চক্র গরুদুটি চুরি করে নিয়ে গেছে। আব্দুল হান্নান জানান,গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা হবে। একই রাতে গোপালদিয়াড় গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ইলিয়াস হোসেনের ১টি গরু চুরি হয়েছে।
গরুটির মূল্য ৭০ হাজার টাকা হবে। একই ভাবে
শেখপাড়া গ্রামের উত্তম আলীর ছেলে আব্দুল কাদেরের একটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুটি ৮০ হাজার টাকা মূল্য হবে বলে গরুর মালিক আব্দুল কাদের জানান।
এলাকার লোকজন জানান,গত এক মাসের ব্যবধানে উদয়পুরে ১টি, কেশবপুরে ৩টি গরু চুরি হয়েছে। এভাবে একের পর এক গরু চুরি হওয়ায় ওই এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।