আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আবু মুছার মায়ের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বাদ জুমআ নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ও লুৎফর রহমান এবং দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাসার।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিম পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন,
হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান অল্টু, গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সি এমদাদুল হক, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আলমডাঙ্গা বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল, ব্যাংকার সিরাজুল ইসলাম, ড্রাগ এসোসিয়েশনের সভাপতি ডা. আকবার আলী আকু, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, আবু ডালিম, রিপন হোসেন,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জায়নাল আবেদীন, খন্দকার আব্দুল বাতেন, আবু তাহের আবু, বিল্লাল গণি, রাহাব উদ্দিন, তোফাজ্জেল হোসেন, মকবুল, শহিদুল হক লাল্টু, বাবলু, বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুন নবী, আক্তারুজ্জামান, আওয়াল কবীর, ফরিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সেলিম হোসেন, হাসানুজ্জামান, সাবু, মাজেদ, মিরাজুল ইসলাম রঞ্জু, শাহিন রেজা, আব্দুল কাদের, আব্দুল খালেক, সাইরাজ মেহেদী, শামিম, জনি আলম, সাবেক ছাত্রলীগ নেতা সৈকত খান ছাত্রলীগ নেতা টিটন প্রমুখ।
উল্লেখ্য- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার মা জাহেদা বেগম (৮৫)কে গত বছরের ১৭ আগস্ট সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ওই রাতে কেমো থেরাপি দিতে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।