১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৯, ২০২২
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শহীদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। মীর শহীদুল ইসলামের আলমডাঙ্গা কলেজপাড়ার বাড়িতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মনজুরুল আলম মালিক লার্জ, চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম তসলিম আরিফ বাবু, এ কে এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, কামরুল ইসলাম হীরা, মীর শহীদুল ইসলামের বন্ধু শামসুজ্জোহা সাবু, সহোদর মীর শফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সদস্য আহসানুল্লাহ, জয়নাল আবেদীন ক্যাপ, শিশির আহমেদ ইসমাইল হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার কৃতি সন্তান মীর শহীদুল ইসলাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন। তাকে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মীর শহীদুল ইসলাম ইতোপূর্বে অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধান হিসেবে সুনামের সাথে দায়িও পালন করেছেন। বাংলাদেশ পুলিশে তিনিই প্রথম সিনিয়র সচিব পদ মর্যাদা লাভ করেন।

আলমডাঙ্গার সন্তান মীর শহীদুল ইসলাম বিপিএম(বার)পিপিএম'র বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায়। তিনি মৃত মীর আব্দুল আজিজের জৈষ্ঠ সন্তান। মীর শহীদুল ইসলাম ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

প্রসঙ্গত, আলমডাঙ্গার দুই কৃতিসন্তান দুই বন্ধু মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে একইসাথে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন। এসবি'র প্রধানের দায়িত্ব পালনের এক পর্যায়ে মীর শহীদুল ইসলাম অবসর গ্রহণ করেন। অন্যদিকে, শফিকুল ইসলাম বর্তমানে ডিএমপি কমিশনার।

দায়িত্ব পালনে সফলতা ও শারীরিক সুস্থতার জন্য মীর শহীদুল ইসলাম এলাকাসহ দেশের মানুষের দোয়া প্রত্যাশা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram