আলমডাঙ্গায় ক্ষুদ্র রাইস মিল মালিক সমিতির কমিটি গঠন
আলমডাঙ্গায় ক্ষুদ্র রাইস মিল মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে পুরাতন বাসস্টান্ড চত্তরে আলোচনা সভা শেষে ১৭ সদস্য কমিটি গঠন করা হয়।
আলোচনা সভা শেষে কমিটির উপদেষ্ঠা সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য আলমডাঙ্গা ক্ষুদ্র রাইস মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটিতে সৈয়দ সাজেদুল হককে সভাপতি ও গোলাম মহিউদ্দিন আজাদ সাইকাকে সাধারন সম্পাদক করা হয়।
এছাড়াও কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক আব্দুল খালেক, রুহুল আমীন, সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজেম আলী, সৌরভ আলী, গিয়াস উদ্দিন, জীবন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ কামরুজ্জামান টরিক,সদস্য আব্বাস, সাইদুল, শাহাদৎ(বুদু) মিনা খাঁ, তানজেল, কমিটির উপদেষ্ঠা শহর আলী, সমসের আলী, আলোচনা সভায় আলমডাঙ্গার ক্ষুদ্র রাইস মিল মালিকরা উপস্থিত ছিলেন।