৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে বই পড়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২২
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত নিমগ্ন পাঠাগারে আজ ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার বই পড়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়।

সেমিনারিতে উপস্থিত পাঠকদের উদ্দেশে বক্তব্য রাখেন আনন্দধাম বাইতুল মামুর মসজিদের খতীব মাওলানা ইমদাদুল হক, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল আহমেদ এবং প্র্যাক্টিসিং মুসলিম বইয়ের লেখক নাদিউজ্জামান খান রিজভী।

ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব ও মর্যাদা, জ্ঞানার্জনের জন্য বই পড়া, পাঠের বিষয়বৈচিত্র ও ব্যাপকতা এবং আত্মোন্নয়ন ও আনন্দের জন্য পড়া ইত্যাদি পয়েন্টে আলোচকগণ তাদের আলোচনা পেশ করেন।

উল্লেখ্য গত ১৩ জুলাই পাঠাগারটি পথ চলা শুরু করে। এই অল্প দিনের মধ্যেই যথেষ্ট বইপুস্তকে সমৃদ্ধ ও পাঠক উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। লাইব্রেরির পরিচালকদের জ্ঞানবিজ্ঞানের সকল শাখার পর্যন্ত বইপুস্তক রাখার আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্টা রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram