১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২২
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। ১সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় আলমডাঙ্গা পৌর এলাকায় মিয়াপাড়ার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত নানান রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মরহুম নূর হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী (৭৫) শহরের হায়দার টিটি নামেই পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ রেলওয়ের টিটি পদে চাকুরী করতেন। এছাড়াও তিনি আলমডাঙ্গা মিয়াপাড়ার নিজ বাড়িতেই ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

শুক্রবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে গার্ড অব অনার প্রদানের আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর সন্মানে পূষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু। পুষ্পমাল্য অর্পনের পর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পড়ান মাওলানা আলহাজ আব্দুল কাদের। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ১ ছেলে বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে গোলাম মোস্তফা মিন্টু পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মীর মহি উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনুদ্দিন পারভেজ, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার, সমাজকর্মী শেখ সাইফুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু, আলহাজ্ব আহাম্মদ আলী সহ স্থানীয় ব্যবসায়ীক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি স্থানীয় সুধীজন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram