আলমডাঙ্গার কেদারনগর গ্রামে প্রতিবেশির শাবলের আঘাতে মধ্য বয়সি নারী রেজিয়া খাতুন রক্তাক্ত জখম
আলমডাঙ্গার কেদারনগরে প্রতিবেশির শাবলের আঘাতে মধ্য বয়সি নারী রেজিয়া খাতুন রক্তাক্ত জখম হয়েছেন। প্রতিবেশির ছাগল বাড়িতে আসতে নিষেধ করায় প্রতিবেশী মিরাজুল শাবল দিয়ে ওই নারীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম নারী রেজিয়াকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী রেজিয়া খাতুন(৫৫)"র বাড়িতে প্রতিবেশি মৃত ছামেদ আলীর ছেলে মিরাজুল ইসলামের ছাগল এ রাতে বাড়িতে এসে উৎপাত করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে রেজিয়া বকাঝকা করলে মিরাজুল শাবল নিয়ে দৌড়ে গিয়ে রেজিয়ার মাথায় আঘাত করে। শাবলের আঘাতে রেজিয়া মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত মাকে দেখে তার মেয়ে পারভীন ছুটে এলে মিরাজুলের স্ত্রী ও ছেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে।
স্থানীয়রা রেজিয়া ও পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ ব্যাপারে জানান, কেদারনগর গ্রামে মধ্যবয়সি নারীকে মারধরের ঘটনা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।