আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়ীয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। ভাংবাড়ীয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ১২৩৬ জন নিম্ন আয়ের মানুষ সুবিধা পাবে বলে জানা যায়। বুধবার সকাল ১০টার সময় ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
এসময় নিম্ন আয়ের কার্ডধারী মানুষ সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের পন্য সংগ্রহ করতে দেখা যায়। তবে প্রত্যেক কে ৪৪৫টাকায় ২লিটার তেল,২কেজি পিঁয়াজ, ২কেজি ডাউল ১কেজি চিনি দেওয়া হয় ।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ১নং ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, টিসিবি ডিলার হাজী সিরাজুল ইসলাম, অফিস সহকারী মাহফুজ উজ্জামান, ইউপি সচিব তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, সুজন মোল্লা,বিল্লাল হোসেন,আবুতারিক প্রমুখ।