আলমডাঙ্গার পাইকপাড়ায় ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারধরের অভিযোগ
ছাগলে ক্ষেত খাওওয়াকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারধর করার অভিযোগ তুলে আলমডাঙ্গার কুটি পাইকপাড়া গ্রামের লিটন আলী ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাইকপাড়া গ্রামের রাবিয়া খাতুন বাদী হয়ে ওই লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গত ২৭ আগস্ট সন্ধ্যায় কুটি পাইকপাড়ার লিটন, লিটনের স্ত্রী সোহাগী খাতুন ও তাদের ছেলে শিশির পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের সঞ্জের আলীর বাড়িতে চড়াও হয়। সে সময় তারা সঞ্জের আলীর ঘরে ঢুকে ছাগল নিয়ে চলে যেতে উদ্যত হন। এতে বাঁধ সাধেন সঞ্জের আলীর স্ত্রী রাবিয়া খাতুন। এ সময় অভিযুক্তরা রাবিয়া খাতুনকে লাথি, কিল ও ঘুষি মারতে থাকেন।
এ ঘটনা দেখে মেয়ে শান্তনা খাতুন ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। পরে, প্রতিবেশিরা মা ও মেয়েকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।