আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারে ক্রেতা সেজে দিনে দুপুরে পাল ষ্টোরে দুঃসাহসিক চুরি
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারে ক্রেতা সেজে দিন দুপুরে মুদি দোকান পাল ষ্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২৯ আগস্ট সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল চুরি করে নিয়ে গেছে ।
জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা তিন রাস্তা মোড়ে রাস্তা সংলগ্ন নিখিল পালের মুদি দোকান পাল ষ্টোরে ক্রেতা সেজে নগদ টাকা ও মোবাইল চুরি করে নিয়ে গেছে। ওই দোকানে সিসি ক্যামেরা না থাকায় অতি বুদ্ধিমত্তার খুব সহজে সবার চোখে ধুলো দিয়ে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয়।
পাল ষ্টোরের স্বত্বাধিকারী নিখিল পাল জানান বেলা বারোটার সময় এক যুবক বয়স আনুমানিক (৩৫) মুদি দোকানে মালামাল ক্রয়ের জন্য তালিকা দেয়। তালিকা অনুযায়ী মালামাল দিতে থাকি কিন্তু কিছু মাল গোডাউনে আনতে যায়। সেই সুযোগে ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকা মোবাইল ফোন সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পরেও ওই ক্রেতা সেজে আসা যুবককে আর পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবে বলে জানান।