আলমডাঙ্গা উপজেলার কতিপয় স-মিল মালিক কর্তৃক কাঠ ফাড়াই মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
পূর্ব ঘোষণা ছাড়াই আলমডাঙ্গা উপজেলার কতিপয় স-মিল মালিক কর্তৃক কাঠ ফাড়াই মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার উপজেলা মঞ্চে কাঠ ব্যবসায়ী সমিতি, ফার্নিচার ব্যবসায়ী ও সাটারিং মিস্ত্রী সমিতি ও ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, গত কয়েকদিন আগে কবিপয় স-মিল মালিকরা নতুন করে কমিটি গঠন করেছেন। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই আলমডাঙ্গা উপজেলার কতিপয় স-মিল মালিক কর্তৃক কাঠ ফাড়াই মুল্য সেফটি প্রতি ১০ টাকা বৃদ্ধি করেছেন। মিলের মালিকদের নিকট এক সেফটি কাঠ ফাড়াই করতে গেলে দেড় সেফটির দাম দিতে হয়। মিলের মিস্ত্রি ওব্যবসায়ীদের ফাড়াই করতে যাওয়া কাঠ থেকে ইচ্ছেমত খড়। এ মুল্য বৃদ্ধির প্রতিবাদেগত ২৫ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল হক ডিটু ও কাঠ ব্যবসায়ী মেহেদিজ্জামান মিঠুর উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার মোল্লা, প্রতিষ্ঠাতা সভাপতি দিলিপ কুমার সরকার, সহসভাপতি নিয়ামত আলী, ক্যাশিয়ার আব্দুল মজিদ, কাঠ ব্যবসায়ী আজিবার, আব্দুস সাত্তার, আতিয়ার রহমান, আব্বাস আলী, ঝন্টু মালিথা,রবিউল ইসলাম, মঞ্জু মাস্টার, টিটু, মনিরুজ্জামান হিটু, রোকনুজ্জামান, বণিক সমিতির সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, সোহেল, বাদশা,হাবিব, কাঠ মিস্ত্রেরী শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরব হোসেন, সম্পাদক নজরুল ইসলাম, স্যাটারিং মিস্ত্রেরী সমতিরি র সভাপতি হারান, সম্পাদক আইয়ব, রবিউল প্রমুখ।