৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার গোপালদিয়াড় গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় লালটেপ মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৮, ২০২২
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গার গোপালদিয়াড় গ্রামের জামে মসজিদের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় লালটেপ মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। ২৮ আগস্ট রবিবার সকালে ছোট বাচ্চার খেলাধুলা করার সময় লাল টেপ মোড়ানো দেখে পাশের দোকানে বসে থাকা মানুষদের জানায়। পরে ওসমানপুর ক্যাম্প পুলিশ লাল টেপ মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।


জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের চারা বটতলার পাশেই গ্রামের জামে মসজিদ। মসজিদের সামনে ফাঁকা জায়গায় প্রতিদিনের ন্যায় বাচ্চা খেলা খেলতে যায়। ফাঁকা জাযগার পাশে হালকা ঝোপের পাশে দুটি লালটেপ মোড়ানো বস্তু দেখতে পেয়ে তারা পাশের চায়ের দোকানে বসে থাকা মানুষদের নিকট গিয়ে বিষয়টি জানায়। পরে ইউপি সদস্য মোস্তাকসহ গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি দেখে আলমডাঙ্গা থানায় সংবাদ দেয়। পরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে ওসমানপুর ক্যাম্পের এসআই আজগর আলী বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।


এবিষয়ে স্থানীয় লোকজন জানান, কেউ গ্রামের সাধারন মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা সাদৃশ্য বস্তু দুটি রেে গেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রাম থেকে দুটি লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা এটি কোন উদ্দেশ্যে রেখে তা জানা যায়নি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram