আলমডাঙ্গায় চরপাড়া গ্রামে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষে নারীসহ ৫ জন আহত
আলমডাঙ্গার চরপাড়া গ্রামে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। ২৮ আগস্ট সন্ধ্যায় এঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামের মজিবর ফারাজির ছেলে হানিফের সাথে একই গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে সেলিম হোসেনের সাথে শত্রæতার চলে আসছিল। ২৮ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
হানিফ অভিযোগ করে বলেন, অন্যজনের ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সেলিম তার ভাইদের সাথে নিয়ে হানিফের বাড়িতে গিয়ে তাকে তার পিতা ও স্ত্রী এবং ছেলে লিটনের স্ত্রীকে মারধর করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা থানায় ও পরে উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে ।
এদিকে সেলিম হোসেন অভিযোগ করে বলেন, হানিফ আমার নিকট থেকে টাকা ধার নিয়েছে। সেই টাকা চওয়াকে কেন্দ্র করে আমাকে তারা বাড়িতে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে।