বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী(কু:ছি:আ:) ছাহেবের ৭ই সফর মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী(কু:ছি:আ:) ছাহেবের আরবি মাসের ৭ই সফর মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার উত্তরের আওতাধীন আলমডাঙ্গা থানা কর্মি গ্রুপের আয়োজনে ৭ই সফর মহাপবিত্র ফাতেহা শরীফ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আয়োজিত অনুষ্ঠানে মহা ধুম ধামের সাথে খেদমতসহ হাজিরা দেওয়ার জন্য উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর কর্মি প্রধান এসকে আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মি প্রধান মশিউর রহমান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি কর্মি প্রধান বোরহান উদ্দিন, জেলা যুব কর্মি গ্রæপের মাওলানা শরিফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, জেলা যুব কর্মি গ্রুপের আসমান উদ্দিন, ক্বারী নুর হাসান, সাহাবুল।
নুরুল ইসলাম নুরুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন কাবিল উদ্দিন, হামিদুল, নাসির উদ্দিন, শামসুল আলম, মানিক মিয়া, আশরাফ আলী, ডা. আইজদ্দিন, রিয়াজ উদ্দিন, লাল মোহাম লালু, হাবিবুর রহমান, আব্দুল কাদের ভুইয়া, শফি, ভাদু, আব্দুর রাজ্জাক, বিজয়, প্রমুখ।