আলমডাঙ্গার পল্লিতে একই দিনে পাশাপাশি দুটি সাপ্তাহিক হাট বসানোকে কেন্দ্র উত্তেজনা
আলমডাঙ্গার পল্লিতে একই দিনে পাশাপাশি দুটি সাপ্তাহিক হাট বসানোকে কেন্দ্র করে হারদী ইউনিয়নের শেখপাড়া ও বাঁশবাড়িয়া এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের শেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাপ্তাহিক হাট বসে। এলাকার কয়েক গ্রামেবাসী একত্রিত হয়ে ওই সাপ্তাহিক হাট বসান। ১৯৯৪ সাল থেকে আজোবধি ওই স্থানে সপ্তাহে দুইদিন রবিবার ও বৃহস্পতিবার হাট বসে। প্রায় ৩০ বছরে হাটটির অবস্থা বেশ পোক্ত।
এদিকে, বেশ কয়েক মাস পূর্বে পার্শ্ববর্তী গ্রাম বাঁশবাড়িয়ার কিছু ব্যক্তি শেবাবাগের হাটস্থল থেকে কয়েক শ গজ দূরে কালীতলা মোড়ে আরেকটি হাট বসিয়েছেন। ওই হাটটিও একই দিনে বসানো হচ্ছে। হঠাৎ গজিয়ে উঠা বাঁশবাড়িয়ার কালীতলা মোড়ের হাট বসানোর ফলে দুটি হাটের উদ্যোক্তাদের মাঝে বিরোধের সৃষ্টি হয়েছে। এ বিরোধে কয়েক গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে অনেকে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছে।