৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৪, ২০২২
293
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেকারী ও তিনটি হোমিওপ্যাথিক চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদউত্তীণ ওষুধ বিক্রিকরাসহ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এ জরিমানা করা হয়। ৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জীবননগর পৌর এলাকার পৃথক স্থানে এ অভিযান পরিচালনা কারেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার রানী ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে। মেয়াদউত্তীণ ওষুধ বিক্রি করায় হোমিওপ্যাথিক আইনে অনুশক্তি হোমিও হলের চিকিৎসক মুনীর আহম্মেদকে ১হাজার টাকা, এ আলী হোমিও হলের চিকিৎসক জব্বার আলীকে ১০হাজার টাকা এবং মাস্টার হোমিও হলের মালিক মোস্তফা কামালকে ১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram