৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া লাটাহাম্বার যন্ত্রাংশ উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৩, ২০২২
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থেকে চুরি হওয়া লাটাহাম্বার কাটাইকৃত যন্ত্রাংশ কুষ্টিয়ার কবুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। খাজানগর গ্যারেজের এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তিতে কাটাইকৃত যন্ত্রাংশ ভাংড়ি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার করা হয়। ওই ভাংড়ি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি আলমডাঙ্গা এলাকার বেশ কয়েকটি লাটাহাম্বার ও করিমন চুরির ঘটনা ঘটেছে। এসব যান উদ্ধারে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে চোর সিন্ডিকেটের সন্ধান পায় পুলিশ প্রশাসন।

সিন্ডিকেটের সদস্যদের ধরতে গত ২০ আগস্ট দিনগত রাত ৩ টার দিকে কুষ্টিয়া খাজানগরের একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় দিনাজপুর জেলা সদরের মৃত আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল হোসেনকে আটক করে। উদ্ধার করা হয় আলমডাঙ্গার আসমানখালি থেকে চুরি যাওয়া একটি করমিন।

পুলিশ জানিয়েছে, আটক তোফাজ্জেলকে জিজ্ঞাসাবাদে লাটাহাম্বার কেটে কবুরহাটের এক গ্যারেজে বিক্রি করেছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে কবুরহাটের ওই ভাংড়ির দোকান থেকে কাটাইকৃত যন্ত্রাংশ উদ্ধার করে। এ সময় ভাংড়ি ব্যবসায়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা বড় বাজার এলাকার মৃত হামিদ শেখের ছেলে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক সুমনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram