আলমডাঙ্গার হারদী গ্রামে চাচার জমি খারিজ করে নেওয়ার অভিযোগ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২২, ২০২২
60
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার হারদী গ্রামের রবিউল গংয়ের বিরুদ্ধে চাচার জমি নিজেদের নামে খারিজ করে নেবার অভিযোগ উঠেছে। চাচাতো বোন কামালপুর গ্রামের ফরিদা খাতুন এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়,আলমডাঙ্গার হারদী গ্রামের মৃত আজহার খাঁনের ছেলে আব্দুল লতিফ খান কয়েক বছর আগে মারা যান। তার নামে হারদী মৌজায় আরএস ৭৩৬১ নং দাগে ৪৪ শতক জমি ছিল। ওই জমি থেকে তিনি ৫ শতক বিক্রি করেন। মারা যাবার পর বাকি জমি থেকে তার ভাই মৃত কুতুব খাঁনের ছেলে রবিউল চৌকিদার গং ১৪.৬২ শতক জমি নিজেদের নামে খারিজ করে নেন।
মৃত আব্দুল লতিফ খাঁনের কন্যা কামালপুর গ্রামের মহাবুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন লিখিত অভিযোগে জানান,তারা ২ ভাই ও ৪ বোন। পিতার জমি তারাই পাবেন। কি করে তার চাচাতো ভাইরা জমির মালিক হন। ফরিদা খাতুনের আকুতি এলাকার কেউ যেনো ভূল করে রবিউল গংয়ের কাছ থেকে কেউ উক্ত জমি ক্রয় করবেন না।
সর্বশেষ খবর