আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলায় ১৭ জন আসামি গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২১, ২০২২
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলায় ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানাযায়, শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ১৭ জন আসামীকে আটক করে পুলিশ। পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর ছয় জন, সিআর ৭ জন। এছাড়াও ১৫১ ধারায় ২ জন, চুরি মামলায় ২ জনকে আটক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিশেষ অভিযানে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। অধিকাংশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত। এছাড়াও চুরি সহ চলমান মামলার আসামীও রয়েছে। ২১ আগস্ট রবিবার গ্রেফতারকৃত আসামীদের আদালতের সোপর্দ করা হয়েছে।