১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৯, ২০২২
93
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলার শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা রথতলা হরিবাসর আঙ্গিনায় আলোচনা সভায় মিলিত হয়।


দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়ে ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা জন্মষ্টামী উদযাপন পরিষদের আহবায়ক বীরমুক্তি যোদ্ধা মনিদ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাপদক মতিয়ার রহমান ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শুশিল কুমার ভৌতিকা, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সমীর কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার বিশ্বাস।

জন্মষ্টামী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারীর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, শুশান্ত শাহা বুদ্ধ, বিশ্বজিৎ শাধু খা, লিপন বিশ্বাস, পলাশ আচার্য্য, বাদল মজুমদার, অশোক শাহা, হারান অধিকারী, বিদ্যুৎ সাহা, রাজকুমার অধিকারী, প্রশান্ত শিহি, সমীর সাহা রনো, উৎপল দত্ত, পবন অধিকারী, মদন সাহা ও মুক্তি অধিকারী প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram